সিরাজগন্জের কাজিপুর উপজেলার নির্বাহি অফিসার মহোদয় এর সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও বিচারিক কর্মকর্তা মাহমুদ হাসান রনি উপজেলার দুইটি জায়গায় মেঘাই ও সিমান্তবাজার এ অভিযান পরিচালিত করেন।
০৩/৮/২০২১ মঙ্গলবার দুপুরে অভিযানের সময়ে কাজিপুর ক্যাব সদস্যদের উদ্যোগে ভোক্তা সাধারনকে ভোক্তা অধিকার ও ভোক্তা বিরোধি কাজ সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং মেঘাই বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষায় নৌমাঝি/ নৌ চালক দের যাত্রি নিয়ে যমুনা পাড়ি দেবার সময় লাইফ জ্যাকেট সংরক্ষন করার ও নায্য ভাড়া নেওয়ার বিষয়ে অবহিত করা হয় এবং উক্ত উপজেলায় গন্যমান্য ব্যক্তিবর্গ এ জনকল্যাণমুখী কাজে এগিয়ে আসবে এবং তারা এ ব্যাপারে সতর্ক থেকে আগামি মাসের মধ্যেই তা বজায় রাখার ব্যবস্তা করবেন বলে আশ্বস্ত করেন।
এছাড়া যমুনা নদীর মেঘাই ঘাটে মাছের আড়তে যমুনা থেকে প্রাপ্ত মাছ নিলামের পর তা কেজি দর ছাড়াই বিক্রেতার ইচ্ছামত বিক্রি না করে তাহা কেজি দরে যেন বিক্রি হয় যাতে ভোক্তা সাধারণ সকলে কেজি দরে এবং প্রয়োজন মাফিক ক্রয়ের সুযোগ পায় এ বিষয়ে পরামর্শ প্রদান চায়না জাল ব্যবহারে নিষেধ আরোপ এবং চালের বাজারে চালের খুচড়া মুল্য এবং মুল্য তালিকা হালনাগাদ করার ব্যাপারে সতর্ক করা হয়।
এ সময় মুল্য তালিকা না থাকায় এবং নোংরা পরিবেশে পন্য উৎপাদন করায় ৪ টি প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয় এবং উপজেলার বাজার এলাকায় বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য পরিবীক্ষন করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ক প্রচারপত্র বিতরণ করা হয় এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ জানানো হয়।
উক্ত তদারকিতে সহযোগিতা করেন জেলা কৃষি অফিসার, উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃশফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল সহ অন্যান্য সদস্য ও পুলিশ লাইনের একটি চৌকস টিম।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদ হাসান রনি।
Development by: webnewsdesign.com