কাজিপুরে ১২ টি ইউনিয়ন আঃলীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে এমপি জয় এর মতবিনিময়

রবিবার, ২৮ নভেম্বর ২০২১ | ৬:৫৫ অপরাহ্ণ

কাজিপুরে ১২ টি ইউনিয়ন আঃলীগের মনোনয়ন প্রত্যাশীদের সাথে এমপি জয় এর মতবিনিময়
apps

আগামী ৫ ই জানুয়ারি ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২ টি ইউনিয়ন আঃলীগের নৌকা প্রতিক প্রত্যাশীদের সাথে সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৮ নভেম্বর রবিবার দুপুরে আঃলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশ্যে সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় ভার্চুযালী যুক্ত হয়ে বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ করলে সেই প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি প্রার্থীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা নিশ্চয় অবগত আছেন প্রার্থী যত হোক না কেন দলীয় ভাবে ১ জনকেই মনোনয়ন দেওয়া হবে। দল যাকেই মনোনয়ন দিবে তার হয়েই কাজ করতে হবে।

দলকে ভালোবাসলে দলের হয়ে দলের মর্যাদা এবং প্রয়াত জননেতা মরহুম আলহাজ্ব মোহাম্মদ নাসিম এর কাজিপুরের কথা স্মরণ রেখে এবং তার স্মৃতিকে সম্মান করে সকলকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।উল্লেখ্য আসছে ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজিপুরে ১২টি ইউনিয়নে মোট ১১৮জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহের জন্য প্রাথমিক ভাবে আবেদন করেছেন।

আরো ও বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেনসহ উপজেলা আঃলীগের অন্যান্য সদস্য বৃন্দ ও ১২ টি ইউনিয়ন আঃলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার।

Development by: webnewsdesign.com