কাজিপুরে ১২ টি ইউনিয়নে নৌকার টিকিট পেলেন যারা

শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১ | ৪:২৭ অপরাহ্ণ

কাজিপুরে ১২ টি ইউনিয়নে নৌকার টিকিট পেলেন যারা
apps

আগামী ৫ ই জানুয়ারি ইউনিয়ন পরিষদের পঞ্চম ধাপের নির্বাচনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আ.লীগ দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ আ.লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তালিকায় স্থান পাওয়া আ.লীগের দলীয় মনোনয়নপ্রাপ্তরা হলেন উপজেলার ১ নং সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী খান, ২ নং চালিতাডাঙ্গা ইউনিয়নে উপজেলা কৃষকলীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, ৩ নং গান্ধাইল ইউনিয়নে উপজেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, ৪ নং শুভগাছায় ইউনিয়ন আ.লীগের সভাপতি গিয়াস উদ্দিন, ৫ নং কাজিপুর ইউনিয়নে উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব, ৬ নং মাইজবাড়ী ইউনিয়নে উপজেলা আ.লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শওকত হোসেন, ৭নং খাসরাজবাড়িতে ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম, ৮ নং চরগিরিশে ইউনিয়ন আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক চেয়ারম্যান এসএম জিয়াউল হক, ৯ নং নাটুয়ারপাড়া ইউনিয়নে উপজেলা আ.লীগের সদস্য বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, ১০ তেকানিতে ইউনিয়ন আ.লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান হারুনার রশিদ, ১১ নং নিশ্চিন্তপুরে ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম ও ১২ নং মনসুরনগর ইউনিয়নে উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজমহর। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী জানান, জননেত্রী শেখ হসিনার মনোনীত প্রার্থীদের সাথে উপজেলা আ.লীগ ও সকল অঙ্গ সংগঠন একযোগে ভোটের মাঠে কাজ করবো। এখন দেখার বিষয় ভোটের মাধ্যমে চেয়ারম্যান হওয়ার ভাগ্য কাদের জোটে।

Development by: webnewsdesign.com