উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কাজিপুর উপজেলায় হাঁস পালনকারি সুফলভোগীদের হাঁস বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেইনারি হাসপাতালের আয়োজনে অত্র প্রতিষ্ঠান চত্বরে অনুষ্ঠিত এ বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।
উক্ত বিতরণ কর্মসুচি উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আনোয়ারুল হক এবং সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডা: নন্দ দুলাল টিকাদার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান।কাজিপুর উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান জানান, উক্ত উদ্যোগ গ্রহন করার ফলে বদলে যাবে কর্মহীনদের জীবন মান। ইতিপূর্বে সুফলভোগীদের হাঁস পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং পরবর্তীতে প্রত্যেক সুফলভোগীকে অত্র প্রকল্প থেকে হাঁস ও হাঁস রাখার ঘর বিতরণ করা হচ্ছে।
আজকে উপজেলার তেকানি ও নিশ্চিন্তপুর ২টি ইউনিয়নের হাঁস পালন প্যাকেজের ১০০ জন সুফলভোগীর মাঝে প্রত্যেককে ১৫টি করে হাঁস (১৩টি হাঁসী ও ২টি হাঁসা) বিতরণ করা হয়।
Development by: webnewsdesign.com