সমাজের অসহায় নিপীড়িত দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে স্বাবলম্বী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন কাজিপুর উপজেলার মানবিক সামাজিক সংগঠন ভয়েস অফ কাজিপুর। তারই ধারাবাহিকতায় আবারও স্বামী পরিত্যক্তা সেলিনার পাশে দাঁড়িয়েছেন ভয়েস অব কাজিপুর। উপজেলার মুসলিমপাড়া গ্রামের ওয়াদুদ ও সেলিনা ঢাকায় গার্মেন্টস এ চাকুরী করতো।ভালই চলছিল সংসার।দুই সন্তান জন্ম নেওয়ার পর মুসলিমপাড়ায় ফিরে এসে ওয়াদুদ সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতো। জুয়া আর নেশার খপ্পরে পরে ঋণগ্রস্ত ওয়াদুদ সিএনজি বিক্রি করে পালিয়ে যায়।
পরিবারের কেউ তার খোঁজ খবর নেয়না।অনাহারে অনাদরে দিন কাটছিলো এই পরিবারটির। বিষয়টি সাংবাদিক শফিকুল ইসলামের নজরে আসলে। তিনি ভয়েস অব কাজিপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইনকে অবহিত করেন।এরপর ভয়েস অব কাজিপুর টিম বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্য যাচাই-বাছাই করে ৪ জুলাই একটি সেলাই মেশিন স্বামী পরিত্যক্তা সেলিনাকে উপহার দেয়।সেলিনার প্রতিবেশী আব্দুল হামিদ বলেন,”এই মহিলা খুব মানবেতর জীবন যাপন করছিল,স্বামী নিখোঁজ,২ সন্তান প্রাইমারী স্কুলে পড়ে,দিনকাল চলা খুবই কঠিন হয়ে গেছে।ভয়েস অব কাজিপুরকে ধন্যবাদ এই অসাধারণ কাজটি করার জন্য। বিতরণকালে উপস্থিত ছিলেন ভয়েস অব কাজিপুর এর সহ সভাপতি আব্দুল মজিদ বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল সরকার,কোষাধ্যক্ষ তরিকুল চিশতি সহ আরো অনেকে।
Development by: webnewsdesign.com