আগামী ৫ ই জানুয়ারি ইউনিয়ন পরিষদের পঞ্চম ধাপের নির্বাচন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ১২ টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে চলছে । উক্ত নিবার্চনে কাজিপুরের ১ নং সোনামুখি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের (হরিনাথপুর গ্রামে) সাধারন সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন হরিনাথপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক সোনামুখি ইউনিয়নের সাবেক দুই বার ইউপি সদস্য মরহুম ইসাহাক আলী এর সুযোগ্য পুত্র সোনামুখি ইউনিয়ন আঃলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ ও সাবেক ইউপি সদস্য মোঃ রিপন হোসেন । ৬ ই ডিসেম্বর দুপুরে সহকারী রির্টানিং অফিসারের দায়িত্ব নিয়োজিত উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক এর নিকট জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আঃলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।এ সময় তিনি সাংবাদিকদের বলেন , মনোনয়ন পত্র জমা দিলাম নির্বাচনে নির্বাচিত হলে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে আমার ইউনিয়নের ৫নং ওয়ার্ডকে একটা স্বচ্ছ জবাবদিহি মুলক প্রতিষ্ঠানে রুপান্তরিত করে একটি ডিজিটাল মডেল ওয়ার্ড পর্যায়ে গড়ে তুলে সাধারণ মানুষের দোরগোড়ায় জনসেবা পৌছে দিবো। তিনি সকলের কাছে সহযোগীতা ও দোয়া কামনা করেন।।আসন্ন নির্বাচনে সাধারণ সদস্য পদে অংশ গ্রহন করার বিষয় নিয়ে একান্তে খোলামেলা আলাপকালে এ প্রতিনিধিকে জানান , আমি রাজনৈতিক ও পারিবারিক ভাবে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠনের সব সময়ের জন্য একজন কর্মী।
শৈশব থেকে আজ অবধি অনেক চড়াই উৎরাই গন্ডি পেরিয়ে আওয়ামী লীগের আদর্শ সর্বক্ষন লালন করে দলীয় নীতি আদর্শের প্রতি আস্থা রেখেই আমার ওয়ার্ডের সব শ্রেনী পেশার সাধারণ মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি ঝড় বৃষ্টি উপেক্ষা করে। তিনি আরও বলেন গ্রামের নির্যাতিত সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আস্থা রেখে আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গনতান্ত্রিক ক্ষুধা দারিদ্র্য মুক্ত ও শোষনহীন সমাজ সুখী সম্মৃদ্ধ উন্নত আধুনিক সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্দেশ্য, ঘোষণা পত্র ও কর্মসূচি বাস্তবায়নের জন্য দ্বিধাহীন চিত্তে নিজেকে আত্ব- নিয়োগ করতে চাই। উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আমি সোনামুখি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডকে ক্ষুধামুক্ত, অপরাধ মুক্ত, মাদক মুক্ত, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা,এলাকাবাসির মৌলিক অধিকার সংরক্ষণ করা,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ, মানবাধিকার প্রতিষ্ঠা করা সর্বোপরি মানুষের জীবন মান উন্নয়নে বিভিন্ন প্রকল্প করে অত্র ওয়ার্ডকে মডেল ওয়ার্ড হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়কে উপহার দিতে চাই।
Development by: webnewsdesign.com