কাজিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ | ৭:২২ অপরাহ্ণ

কাজিপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত
কাজিপুরে প্রথম দিনের পরীক্ষার স্থিরচিত্র
apps

সিরাজগঞ্জে কাজিপুর উপজেলায় নকল মুক্ত পরিবেশে এসএসসি/দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসএসসি পরীক্ষা-২০২৫ সুষ্ঠু এবং সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কাজিপুরে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।

কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, ১০ এপ্রিল সকালে উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, আর ডি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,সিংড়াবাড়ি- চরসিংড়াবাড়ি দাখিল মাদ্রাসা, মুক্তিযোদ্ধা কারিগরি ইন্সটিটিউট কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি দেওয়ান আকরামুল হক। বৃহস্পতিবার ১০ এপ্রিল প্রথম দিনে ১০টি কেন্দ্রের মোট ৪৬১০ জন এস এস সি ও দাখিল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ৬ টি কেন্দ্রে ৩৭৬৩ জনের মধ্যে উপস্থিত ৩৭৩৪ জন, মাদ্রাসা ১ টি কেন্দ্রে ২৭২ জনের মধ্যে ২৬৪ জন উপস্থিত এবং কারিগরি ৩টি কেন্দ্রে (মেঘাই সহ) ৬১৪ জনের মধ্যে ৬১২ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলো।অনুপস্থিতি মোট ৩৯ জন।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান জানান, “এবারের পরীক্ষা সুষ্ঠু এবং সুন্দর ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।” পরীক্ষার শুরুর প্রথম দিনেই উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক পরীক্ষা কেন্দ্র গুলো পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা কেন্দ্র গুলোতে নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ব্যবস্থাপনা এবং কঠোর নিরাপত্তা অব্যাহত রাখতে বিশেষ ভূমিকা পালন করেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, “সংশ্লিষ্ট অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু পরিবেশে ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা চলছে। পরিক্ষায় কোনো অসদুপায় অবলম্বন করার সাথে কাউকে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা চলাকালীন সময়ে আমাদের পর্যাপ্ত ফোর্স নিয়োজিত ছিল। পরীক্ষার কেন্দ্র গুলোতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে কেন্দ্র গুলোর বাহিরে ও ভিতরে সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে।”

 

পরীক্ষায় কেন্দ্রগুলোকে ঘিরে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা যায়। তবে কোথাও কোনধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল অতি সন্তোষজনক।

Development by: webnewsdesign.com