কাজিপুরে সাংবাদিককে হুমকি দেয়ায় পৌর মেয়রের বিরুদ্ধে জিডি

শনিবার, ১৭ জুলাই ২০২১ | ৪:০৯ অপরাহ্ণ

কাজিপুরে সাংবাদিককে হুমকি দেয়ায় পৌর মেয়রের বিরুদ্ধে জিডি
apps

সিরাজগঞ্জ জেলার কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদারের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করছেন একজন স্থানীয় সাংবাদিক। তথ্য সংগ্রহ ও সংবাদ প্রকাশের জেরে মেয়র ঐ সাংবাদিক কে প্রাণনাশের হুমকী দেওয়ার কারনে গত শুক্রবার ১৬ ই জুলাই রাতে তিনি এই ডায়েরি করেছেন সাংবাদিক গোলাম কিবরিয়া খান। তিনি সময়ের আলো পএিকার কাজিপুর প্রতিনিধি।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (১৫ জুলাই) রাতে সিরাজগঞ্জের একটি স্থানীয় অনলাইন ও স্থানীয় পত্রিকায় “কাজিপুরে কৃষি প্রণোদনার তালিকায় পৌর মেয়রের নাম” শিরোণামে একটি সংবাদ প্রকাশিত হলে , এর জের ধরে ওইদিন গভীর রাতে মেয়র আমাকে ( গোলাম কিবরিয়াকে) ফোন করে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। এক পর্যায়ে মাথা কেটে গোলাবাড়ি খেলারও হুমকী প্রদান করেন।” এই ঘটনায় ওই সাংবাদিক শুক্রবার রাতে তাকেসহ আরও একজন স্থানীয় সাংবাদিককে প্রাণনাশের হুমকী দেবার বিষয়টি উল্লেখ করে কাজিপুর থানায় মেয়রের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।

এর আগে তিনি নিজ বাড়ি থেকে থানায় আসতে নিরাপত্তার অভাববোধ করে ৯৯৯ নম্বরে ফোন করেন। ফোন পেয়ে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যান এবং থানা থেকে তাকে নিজ বাড়ি কাজিপুরের বাঐখোলা গ্রামে পৌঁছে দেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, ‘আমরা সাংবাদিকের জিডি নিয়েছি এবং তাকে নিজ বাড়িতে পৌঁছে দিয়ে এসেছি।’

উল্লেখ্য কাজিপুর পৌর এলাকার ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্যে বরাদ্দকৃত সার ও বীজ এর “তালিকায় মেয়র ও তার পরিবারের আট সদস্যের নাম” শিরোণামে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

Development by: webnewsdesign.com