সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে দুঃস্থ, অসহায়, দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল এগারোটায় সোনামুখী ইউনিয়ন পরিষদ চত্বরে কম্বল বিতরণের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম শাহ্ আলম মোল্লা, সোনামুখী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান আলী, সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাষ্টার, সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সোনামুখী ইউপি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দের ৫০০ পিচ কম্বল বিতরণ করা হয়।
Development by: webnewsdesign.com