দেশে আবারও ধীরে ধীরে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১২- ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের মাঝে কোভিড-১৯ এর টিকাদান কর্মসূচি ২য় ডোজ শুরু করা হয়েছে। সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা ডাক বাংলা মিলনায়তনে ১৪ ই ফেব্রুয়ারি সকালে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল ও মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা বেগম।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাকী,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোয়াজ্জেম হোসেনসহ অনেকে ।এ সময় ডাঃ মোমেনা পারভীন মেঘাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীকে টিকা দিয়ে এ কর্মসূচি শুরু করেন। এই টিকাদান কার্যক্রমের জন্য উপজেলা ডাক বাংলা মিলনায়তনে আলাদা ভাবে চারটি বুথের মাধ্যমে পরিচালিত হয়েছে। প্রতিদিন সকাল ৯ টা থেকে ৪ টা পর্যন্ত এ কার্যক্রম চলবে । ডাঃ মোমেনা পারভীন পারুল বলেন, কাজিপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৮৫৫২ জন শিক্ষার্থীকে ১ম ডোজ দেওয়া হয়েছিল।তাদেরকে আবার ২ য় ডোজ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে। কেউ যাতে বাদ না পরে সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সহযোগিতা করার আহবান জানান। স্বাস্থ্য বিধি মেনে ছেলে ও মেয়েদেরকে পর্যায়ক্রমে টিকার জন্য আলাদা বুথের ভেতরে ঢোকানো হয়।তিনি আরও জানান কাজিপুরে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।
Development by: webnewsdesign.com