কাজিপুরে শিক্ষক সমিতির উদ্যোগে প্রয়াত নাসিমের স্মরণে দোয়া ও আলোচনা সভা

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০ | ৬:২১ অপরাহ্ণ

কাজিপুরে শিক্ষক সমিতির উদ্যোগে প্রয়াত নাসিমের স্মরণে দোয়া ও আলোচনা সভা
apps

সিরাজগঞ্জের কাজিপুরে সদ্য প্রয়াত সাবেক স্বারাষ্ট্রমন্ত্রী, আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, আলহাজ্ব মোহাম্মদ নাসিমের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দুপুরে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কাজিপুরে উপনির্বিাচনে আ’লীগ মনোনিত এম পি প্রার্থী প্রকৌশলী তানভীর শাকিল জয়।

গান্ধাইল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লূৎফর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জয় বলেন, আমি সাবেক এমপি ছিলাম, এটা আমার পরিচয় নয়, আমার বড় পরিচয় আমি মনসুর আলীর নাতী নাসিমের পুত্র। আগামীর নির্বাচনে আমি নির্বাচিত হয়ে সব রকম চ্যালেঞ্জ মোকাবেলায় গুরু দায়িত্ব পালন করব। আপনারা সুনাগরিক গড়ার কারিগর, আমার বাবা শিক্ষার উন্নয়নে অনেক কাজ করে গেছেন, আমিও বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করে যেতে চাই। আপনার ইবিএম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করেতে ভূমিকা রাখবেন এবং ভোটারদেরকে উৎসাহিত করবেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন ছাকার। আরো বক্তব্য রাখেন, মেঘাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাংলাদেশ শিক্ষক সমিতি কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাকী, মাইজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টি,এম আতিকুর রহমান, আলমপুর এন,এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, বিয়াড়া নুরনবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, খাষশুড়িবেড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব এনামুল হক, পূর্বখুকশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান।

এছাড়াও সহকারী প্রধান শিক্ষক আব্দুল লতিফ মির্জা, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সাজেদুল করিম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলানা করেন, মেঘাই উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মতিন ও গান্ধাইল উচ্চবিদ্যালয়ের সহকারি মাসুদ রানা। এসময় আরো উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলার প্রত্যেকটি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

Development by: webnewsdesign.com