কাজিপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতির অকাল মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ মার্চ দুপুরে উপজেলা আওয়ামী যুবলীগের লীগের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে সদ্য প্রয়াত কাজিপুর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল ইফতেখার রন্জুর স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার , আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,সাবেক সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর সাত্তার, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন,সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার। যুবলীগের সাধারণ সম্পাদক আলি আসলাম এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, কাজিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান আঃলীগ নেতা কামরুজ্জামান বিপ্লব।
এসময় উপস্থিত ছিলেন,বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক, ইউনুস উদ্দিন, প্রচার সম্পাদক সরোয়ার সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।এর প্রধান অতিথি মরহুমের কবর জিয়ারত করেন এবং শোকে কাতর পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা ও সান্ত্বনা দেন।
পরে আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ যে কাজিপুর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল ইফতেখার রন্জু লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এ গত ৬ তারিখে মৃত্যু বরণ করেন।
Development by: webnewsdesign.com