কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ে আলীমুদ্দিন শেখের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২৫ | ১১:২৫ পূর্বাহ্ণ

কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ে আলীমুদ্দিন শেখের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত
apps

মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামি উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারি দপ্তারী মোঃ আলীমুদ্দিন শেখের চাকরি থেকে অবসর জনিত বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৭ জানুয়ারি কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন। বক্তব্য রাখেন বিদায়ী দপ্তরী আলীমুদ্দিন, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, ভোকেশনাল শাখার সহকারী শিক্ষক সাজেদুল করিম, আব্দুর রাজ্জাক।

সহকারি শিক্ষক মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস , রাজু আহমেদ, শাহীন হোসেন, রাসেল রানা, শিক্ষার্থী রাজিব ইসলাম, তাসনিয়া খাতুন, নবউল বশর। আলীমুদ্দিন শেখ প্রায় ত্রিশ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। গত ডিসেম্বর ৩১ তারিখ অবসর গ্রহন করেন। পরে সহকারী শিক্ষক আব্দুল আলিমের মোনাজাত পরিচালনা করে সকলের জন্য দোয়া কামনা করা হয়।

Development by: webnewsdesign.com