কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন সভাপতি কামরুজ্জামান বিপ্লব

বুধবার, ৩০ নভেম্বর ২০২২ | ৭:৫৩ অপরাহ্ণ

কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন সভাপতি কামরুজ্জামান বিপ্লব
কাজিপুরে মেঘাই উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন সভাপতি কামরুজ্জামান বিপ্লব
apps

সিরাজগন্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৩০ নভেম্বর বুধবার সকালে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে নির্বাচন কালীন প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান।স্বাগতিক বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল বাকী।শুভেচ্ছা বক্তব্য রাখেন আজীবন দাতা সদস্য খালেদ মোশারফ তালুকদার রুবেল।

তফসিল অনুযায়ী অভিভাবক সদস্য ও সাধারণ সদস্যদের( মহিলা সদস্য – শিক্ষক প্রতিনিধি) উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে কামরুজ্জামান বিপ্লব কে সভাপতি এবং পদাধিকারবলে প্রধান শিক্ষক আব্দুল বাকী সম্পাদক পদে সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে কমিটির আজীবন দাতা সদস্য খালেদ মোশারফ তালুকদার রুবেল এর প্রস্তাবে এবং অভিভাবক সদস্য রফিকুল ইসলামের সমর্থনে কাজিপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান অত্রপ্রতিষ্ঠানের ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র কামরুজ্জামান বিপ্লব কে সভাপতি হিসেবে নাম ঘোষণা করলে সকলের মতামতের ভিত্তিতে সর্বসম্মতি ক্রমে তা গৃহীত হয়। সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য শিক্ষক প্রতিনিধি আব্দুল মতিন, সাজেদুল করিম, মোছাঃ হাসনা খাতুন, অভিভাবক সদস্য আনসার আলী তালুকদার প্রমুখ।এ সময় অন্যান্য অভিভাবক সদস্য মুন্জুরুল ইসলাম, আবু তালহা ও সংরক্ষিতমহিলা সদস্য সান্ত্বনা প্রভা বিশ্বাস উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com