“করোনা ভাইরাসে আতংকিত নয়, সচেতনতায় হবে জয়” এই শ্লোগানে সিরাজগঞ্জে কাজিপুরে মুজিব বর্ষে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নীতিমালার ভিত্তিতে পুনরায় চালু করণের প্রাক-প্রস্তুতির লক্ষ্যে সুশীল সমাজ ও অভিভাবকদের সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
০১/০২/২০২১ (পহেলা ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার মেঘাই ই.ইউ.আই উচ্চবিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, সভাপতিত্ত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাকী।
এসময় আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক মোঃ আব্দুল মতিন, ম্যানেজিং কমিটির সদস্য আমিনুল ইসলাম, বেল্লাল হোসেন, অভিভাবকদের পক্ষে মোঃ ইসহাক উদ্দিন, মোছাঃ মোনোয়ারা খাতুন, মোছাঃ তহুরা খাতুন, মোছাঃ তাহমিনা খাতুন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কামরুজ্জামান বিপ্লব, দাতা সদস্য খালেদ মোশারফ তালুকদার, বিদ্যালয়ের অন্যন্যা শিক্ষক মণ্ডলী, অভিভাবক বৃন্দ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তি বর্গ।
Development by: webnewsdesign.com