সিরাজগঞ্জের কাজিপুরে মেন্টরিং এর মাধ্যমে স্বাস্থ্যকেন্দ্র ভিত্তিক মিড-ওয়াইফদের এমআর, গর্ভপাত পরবর্তী সেবা ও পরিবার পরিকল্পনা সেবা বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ইউএনডিপি’র অর্থায়নে আইপিএএস এর সহযোগিতায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় মূল বক্তব্য উপস্থাপণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীর পারুল।
তিনি সেবা কেন্দ্রের পরিবার পরিকল্পনা, মাসিক নিয়মিত করণে এমআর, ও গর্ভপাত পরবর্তী সেবা প্রদানে সম্পৃক্ত সকলকে ও সেবাদানকারীদের এই সেবা সম্পর্কে অবহিতকরণ এবং দৃষ্টিভঙ্গি ও আচরণে ইতিবাচক পরিবর্তন ঘটানো, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সেবা, মাসিক নিয়মিত করণ নীতি ও গর্ভপাত বিষয়ক আইন এবং এই সেবার গুণগত মান সম্পর্কে অবহিত হওয়া সম্পর্কে আলোকপাত করেন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা প.প কর্মকর্তা পলাশ ভৌমিক, গাইনি কনসালটেন্ড ডাঃ আঞ্জুমনোয়ারা বেগম, আবাসিক মেডিকেলল অফিসার ডাঃ আমিনুর রহমান, মেডিকেল অফিসার ডাঃ চিত্রা শাহা, আইপাস প্রোগ্রাম ম্যানেজার নুরুল ইসলামসহ অনেক মিড-ওয়াইফ নার্স অংশগ্রহণ করেন।
Development by: webnewsdesign.com