কাজিপুরে মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ | ১১:২৪ পূর্বাহ্ণ

কাজিপুরে মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন
apps

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দুদিন ব্যাপি মাল্টিপারপাস হেল্থ ভলান্টিয়ার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ আগস্ট )দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাল্টিপারপাস রুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে সভাপ্রধান ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোমেনা পারভীন পারুল। বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডাঃ কান্তা,আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার জাকারিয়া, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোয়াজ্জেম হোসেন, পরিসংখ্যান বিদ ফারুক হোসেন,মাল্টিপারপারস হেল্থ ভলান্টিয়ার মনজুরুল ইসলাম। উল্লেখ সরকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষাসহ মানুষের স্বাস্থ্য বিষয়ে সবসময় খোঁজ খবর রাখার জন্যে সারাদেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ভলান্টিয়ার সার্ভিস দেয়া কার্যক্রম চালু করেছে।

সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ‘মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার সার্ভিস’ নামে এই স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হচ্ছে। সে আলোকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে স্বেচ্ছাসেবীর প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ পেয়ে এসব স্বেচ্ছাসেবী নিজ নিজ এলাকায় প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের স্বাস্থ্যের তথ্য রাখবে, সকলের হেল্থ কার্ড করবে। আর এর জন্যে পারিশ্রমিক হিসেবে তাদেরকে সরকার থেকে প্রণোদনা দেয়া হবে।অনুষ্ঠানে বক্তারা এই কাজটিকে সর্বোত্তম ইবাদত হিসেবে উল্লেখ করে মানবসেবার ব্রত নিয়ে এই কাজে মনোযোগী হয়ে তৃণমূল পর্যায়ে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে স্বেচ্ছাসেবীদের প্রতি আহ্বান জানান।উক্ত প্রশিক্ষণে অংশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের সিএইচ সি পি বৃন্দ।

Development by: webnewsdesign.com