কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা

সোমবার, ২০ মার্চ ২০২৩ | ৫:৫১ অপরাহ্ণ

কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা
কাজিপুরে ভ্রাম্যমান অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে জরিমানা
apps

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় এঁর অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক, সিরাজগঞ্জ মহোদয়ের সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ এক অভিযান পরিচালনা করেন।

২০ মার্চ কাজিপুর উপজেলা উপজেলার ২ টি বাজারে ৩টি প্রতিষ্ঠান তেলের দোকান ১০ হাজার , মুদির দোকান কে ১ হাজার টাকা এবং উপজেলা একটি বেকারি পাউরুটি কারখানা কে ৫ হাজার মোট ১৬ হাজার টাকা জরিমানা আরোপ করেন। এ সময় মুল্য তালিকা না থাকা,প্রতিশ্রুত পন্য বিক্রি না করা,ওজনে কম দেওয়া, মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য সামগ্রী বিক্রি করা , নোংরা পরিবেশে খাবার পরিবেশন করার দায়ে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় জরিমানা করা হয়।

এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে দোকান/ প্রতিষ্ঠানে পণ্যের মূল্য পরিবীক্ষন করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের করণীয় বিষয়ক প্রচারপত্র বিলি করা হয়।

উক্ত তদারকিতে সহ‌যো‌গিতা ক‌রেন স্যানিটারি ইন্সপেক্টর, বাজার কর্মকর্তা শহিদুল ইসলাম ঝন্টু এবং ক্যাব সদস্য এবং সদর পুলিশ লাইনের এর একটি টিম। এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান অভিযান চালিয়ে পৌর এলাকার দুটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেন। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার জানান, রমজান কে সামনে রেখে বাজার মনিটরিং জোড়দার করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

Development by: webnewsdesign.com