কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অবহিতকরণ সভা

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ | ১১:২৯ পূর্বাহ্ণ

কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে অবহিতকরণ সভা
apps

কাজিপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক জনসচেতনতামূলক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।১৪ মার্চ দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেনগুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোকপাত করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। মুল বিষয় নিয়ে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)ও ক্যাব উপজেলা ইউনিটের সভাপতি মোঃ রেজাউল করিম।

বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত, বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা,শিক্ষা অফিসার হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, আলহাজ্ব শওকত হোসেন, শাহাজাহান আলী, ক্যাব কাজিপুর উপজেলা ইউনিটের উপদেষ্টা পরিমল কুমার তরফদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাংবাদিক , সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল তালুকদার,অর্থ সম্পাদক প্রভাষক একরামুল হক

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আঃলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দিন মাস্টার, উপজেলা সমাজ সেবা অফিসার আলাউদ্দিন , নির্বাচন অফিসার মুজিবুল হক,প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আরা, একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনও উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।

এছাড়াও সেমিনারে সরকারি কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যবসায়ী, জনপ্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি,ক্যাবের অন্যান্য সদস্য বৃন্দ, সাংস্কৃতিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।বক্তারা জনসাধারণকে ভোক্তা অধিকার আইনের ব্যাপারে সচেতনতা অবলম্বনের আহ্বান জানান ও ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করার পরামর্শ দেন।

Development by: webnewsdesign.com