বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি জাতীয় বস্ত্র দিবস ২০২২ উদযাপন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক দেশের বিভিন্ন জেলায় স্থাপিত ৬টি টেক্সটাইল শিক্ষা প্রতিষ্ঠান শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
কেন্দ্রীয় কর্মসূচির আওতায়কাজিপুরে বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট উদ্বোধনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ – ১ সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, পৌরসভা মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন।
সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোলাম নূর। অনুষ্ঠানে শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এ সময় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেন, ঐতিহ্যের সাথে নতুন চিন্তা ধারা সংযোজন করতে হবে, নতুন বাজার তৈরি করতে হবে, নতুন পন্য তৈরি করতে হবে। কারগরি শিক্ষাঅর্জনে দেশে দক্ষশ্রমিক সৃষ্টি হবে। এলক্ষ্যকে সামনে রেখেই আওয়ামীলীগ সরকার দেশে কারিগরি কলেজ স্থাপন করে চলেছেন।দেশের জনগনকে দক্ষ জনশক্তিতৈরিতে ভূমিকা পালন করে যাচ্ছেন।
Development by: webnewsdesign.com