কাজিপুরে বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান

বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৮:১২ অপরাহ্ণ

কাজিপুরে বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান
কাজিপুরে বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান
apps

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দিনব্যাপী ব্যস্ত সময় কাটিয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান । উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন ও বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেন। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সারাদিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহাবুবুর রহমান প্রথমে উপজেলার শুভগাছা এবং সোনামুখী ইউনিয়নে জয় বাংলা স্মার্ট সেন্টার শুভ উদ্বোধন করেন। প্রতিটি ইউনিয়ন জয় বাংলা স্মার্ট সেন্টারে আছে ১০০টি বই সংবলিত মিনি লাইব্রেরী,বই পড়ার জন্য চেয়ার টেবিল, ইন্টারনেট সংযোগ, ফ্রি ওয়াইফাই জোন, বঙ্গবন্ধু কর্ণার, মুক্তিযুদ্ধ কর্ণার।

এরপর তিনি কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ” আজ সাজবো আমি তাই,যা আমি হতে চাই” কর্মসূচি উদ্বোধন করেন। তারপর সোনামুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু উদ্বোধন করেন,তারপর পরিদর্শনে যান, শিমুলদাইড় কমিউনিটি ক্লিনিক, কাজিপুর সদর ইউনিয়নে মুজিব বর্ষের ঘর দর্শন করেন , সাউদটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুর স্মার্ট স্বাস্থ্য ব্যবস্থাপনা কর্মসূচি উদ্বোধনের পর কাজিপুর পৌর সভায় এবং উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।এসময় প্রধান অতিথি বলেন, “২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের জন্য দরকার স্মার্ট নাগরিক।

স্মার্ট হওয়ার জন্য সর্বপ্রথম দরকার জ্ঞান, কোনটা আমার জন্য, দেশের জন্য, সমাজের জন্য ভালো , এই ভালো মন্দ প্রভেদকারী স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক। সেই জন্য স্মার্ট বাংলাদেশ গড়তে জানতে হবে বাংলাদেশের ইতিহাসকে, বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধকে।” এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, খলিলুর রহমান সিরাজী। সভাপতিত্ব করেন ইউএনও সুখময় সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)কাজী অনিক ইসলাম, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন,উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন সহ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও শিক্ষক মন্ডলী।

Development by: webnewsdesign.com