কাজিপুরে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত

বুধবার, ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ২:০২ অপরাহ্ণ

কাজিপুরে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত
apps

প্রধানমন্ত্রী ঘোষিত আমার গ্রাম আমার শহর এ কার্যক্রমকে বেগমান করতে হলে আইন শৃঙ্খলার যথাযথ নিয়ন্ত্রণে রাখতে হবে, এলাকার শান্তি শৃঙ্খলা, মাদক সন্ত্রাস, দুর্নীতি, অনিয়ম, অন্যায় প্রতিরোধে আমরা পুলিশ শূন্য সহনশীলতা নীতি অবলম্ভন করি। মাদক কারবারীকে এবং মাদকের সাথে জড়িত তাদেরকে কোন ভাবেই ছাড় দেওয়া হবেনা।প্রধান অতিথির বক্তব্যে কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত গান্ধাইল ও সোনামুখি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ে আলোচনা সভায় উক্ত কথাগুলো বলেন। তিনি এলাকার আইনশৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের স্বার্থে জনপ্রতিনিধিকে পুলিশ প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” পুলিশি সেবা জনগণের দোরগোরাড় পৌছে দেওয়ার নিমিত্তে আমরা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সেবা দেয়ার জন্য আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছেগেছে।

আপনার পুলিশ আপনার পাশে ‘তথ্য দিন সেবা দিন’ ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, এই স্লোগানকে বেগবান করার লক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখি ও গান্ধাইল ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমে আলোচনা সভা মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি স্ব স্ব ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়। পুলিশ পরিদর্শক ওহেদুজ্জামানের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সোনামুখি ইউনিয়নের চেয়াম্যান শাহাজাহান আলী,গান্ধাইল ইউনিয়নে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন গান্ধাইল ইউনিয়ন চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন।এছাড়া বক্তব্য রাখেন বিট পুলিশ এস আই নজরুল ইসলাম, সোনামুখি ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার,সহসভাপতি আব্দুর রাজ্জাক সরকার , ইউপি সদস্য শরিফুল ইসলাম সবুজ প্রমুখ। এসময় ইউনিয়নের পরিষদের অন্যান্য সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com