সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপির সংসদীয় আসনে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
০৫/০৩/২০২৫ ইং বুধবার দুপুরে উপজেলা বিএনপির আয়োজনে আলমপুর চৌরাস্তায় নিউমার্কেট প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সিরাজগঞ্জ ১ ও ৩ সংসদীয় আসনের সম্মেলন প্রস্তুতি কমিটির
সদস্য- বিএনপি নেতা মজিবর রহমান লেবু , নাজমুল হাসান তালুকদার (রানা), রকিবুল করিম খান (পাপ্পু), ভি.পি. শামীম খান ও রোমানা মোর্শেদ (কনক চাপা)।
বক্তারা বলেন,”আগামী নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে দলীয় সিদ্ধান্ত মেনে অংশ নিতে হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।তৃণমূল নেতা কর্মীদের সুসংগঠিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা , সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুস সালাম ,সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান, যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু সহউপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সকল ওয়ার্ড বিএনপির নেতাকর্মীবৃন্দ
Development by: webnewsdesign.com