কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পহেলা বৈশাখ। বাঙালীর সংস্কৃতির প্রধান উৎসব পহেলা বৈশাখ।

সোমবার, ১৪ এপ্রিল ২০২৫ | ৭:২০ অপরাহ্ণ

কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ
apps

বাংলা সনের ১৪৩২ শুভ বাংলা নববর্ষ নানা আয়োজনের মধ্য দিয়ে কাজিপুরে পালিত হয়েছে দিবসটি।

সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে সকালে বাঙালির সংস্কৃতির বিভিন্ন উপকরণ সম্বলিত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা চত্ত্বর থেকে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়।

উক্ত শোভাযাত্রার অংশ নেয় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ, ছাত্র প্রতিনিধিগণ, সুশীল সমাজের এক অংশ, বিভিন্ন পেশাজীবি মানুষ, এনজিও প্রতিনিধি ও লাঠি খেলার দল। পরে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে পরিষদ অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন: বৈষম্যহীন দেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: ড. মুহাম্মদ ইউনূস

অনুষ্ঠানে দিবসটি তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। তিনি বলেন, “পহেলা বৈশাখ চির নতুনের বার্তা নিয়ে আমাদের জীবনে বেজে উঠে বৈশাখের আগমনী গান। দুঃখ, জরা, ব্যর্থতা ও মলিনতাকে ভুলে সবাই জেগে ওঠে মহানন্দে। বাঙালি জাতির শাশ্বত ঐতিহ্যের প্রধান অঙ্গ পয়লা বৈশাখ। আবহমান কাল থেকে বাংলা নববর্ষ বাঙালি ঐতিহ্যে লালিত সর্বজনীন উৎসব। বাঙালির জীবনে বাংলা নববর্ষের আবেদন তাই চিরন্তন ও সর্বজনীন। উপজেলা সমবায় অফিসার খালেদুজ্জামান খানের পরিচালনায় বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ নুরে আলম,উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাজিপুরের এজিএম রবিউল হাসান, পরিবার পরিকল্পনা অফিসার পলাশ ভৌমিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, পিআইও আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, খাদ্য গুদাম অফিসার ইনচার্জ ওলিউর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী সাজ্জাদুর রহমান সবুজ,  উপজেলা পুজা উদযাপন কমিটির আহবায়ক বাবু পরিমল কুমার তরফদার, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, গাজী আব্দুর রশিদ তারা, ছাত্র প্রতিনিধি, শেখ রাসেল, আঁকিব হাসান অন্তর, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগন, শিক্ষক মন্ডলী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংস্কৃতিক সংগঠন সদস্যবৃন্দ।

আরোও পড়ুন: বৈশাখের একদিন, ইলিশ যেন কেবলই বিলাসিতা

পরে অডিটোরিয়ামে স্থানীয় শিল্পী, মুনলাইট স্কুল ও অন্যরকম বিদ্যা নিকেতন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশন, পরিষদ চত্বরে লাঠিখেলা অনুষ্ঠিত হয়।

Development by: webnewsdesign.com