কাজিপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ | ৭:৩৭ অপরাহ্ণ

কাজিপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
কাজিপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন
apps

দুঘর্টনা -দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে কুচকাওয়াজ ও মহড়ার মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২২ উদযাপন হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলা ফায়ার স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম জাতীয় পতাকা ও ওয়্যারহাউজ ইন্সপেক্টর কাজিপুর ফায়ার স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেরুল ইসলাম সিজার ফায়ার সার্ভিসের বিভাগীয় পতাকা উত্তোলন করেন।

পরে আনুষ্ঠানিক ভাবে ইউএনও সুখময় সরকার ফায়ার সপ্তাহ -২০২২ শান্তির পায়রা উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন।এ উপলক্ষে কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচির আয়োজন করেছে।

ওয়্যারহাউজ ইন্সপেক্টর কাজিপুর ফায়ার স্টেশন ইনচার্জ মেহেরুল ইসলাম সিজার এর স্বাগতিক বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। বক্তব্য রাখেন কাজিপুর পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার বলেন, ‘গতি, সেবা, ত্যাগ-এই তিন মূলনীতি অনুসরণ করেই ফায়ার সার্ভিসের সদস্যরা নিজেদের জীবনকে বাজি রেখে সর্বদাই মানুষের জান-মাল রক্ষায় কাজ করে যাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রম, নিরলস কর্মকান্ড, ত্যাগ ও আন্তরিকতায় পরিপূর্ণ মহৎ কাজগুলো জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসাযোগ্য।”

এ উপলক্ষে উপজেলা ফায়ার স্টেশনের আঙিনা ও ভবন রঙিন পতাকা, ব্যানার ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়েছে। ফায়ার স্টেশনের গাড়ি পাম্প,অগ্নি নির্বাপন ও উদ্ধার সরঞ্জামামি প্রদর্শন পৃর্বক মহড়া অনুষ্ঠিত হয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল, কলেজ, হাট, বাজার, শিল্প প্রতিষ্ঠান বিপণিবিতান, শপিং মল সহ বিভিন্ন স্থানে গনসংযোগ, মহড়া প্রদর্শন ও লিফলেট বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, ব্যবসায়ী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারিরা ।

Development by: webnewsdesign.com