করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠান সচল রাখা ও শিক্ষার মান ধরে রাখার লক্ষে কাজিপুরে সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষকদের মাসিক সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ অডিটেরিয়ামে প্রাথমিক শিক্ষা অফিসার কার্যালয়ের আয়োজনে শিক্ষার গুনগত মান ধরে রাখতে মতবিনিময় সভায় অংশ নেন উপজেলার চেয়াম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলার শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন সহকারি শিক্ষা অফিসার উত্তম মজুমদার। স্বাস্থ্য বিধি মেনে উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আবু যুবায়ের, জহুরা তহুর সহ উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ।
Development by: webnewsdesign.com