কাজিপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলো ৫৫ টি ভূমি ও গৃহহীন পরিবার

রবিবার, ২০ জুন ২০২১ | ৪:৩৯ অপরাহ্ণ

কাজিপুরে প্রধানমন্ত্রীর উপহার পেলো ৫৫ টি ভূমি ও গৃহহীন পরিবার
apps

সিরাজগন্জের কাজিপুরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনওগৃহহীন পরিবারের মাঝে জমিও ঘরের দলিল হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দ্বিতীয় পর্যায়ে এসব পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে রবিবার ২০ জুন) সকালে কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ হল রুমে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান,সিরাজী , ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু ইউপি চেয়ারম্যান টিএম আতিকুর রহমান নান্নু প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার এ বি এম আরিফুল ইসলাম , জেলা পরিষদের সদস্য আলহাজ রেফাজ উদ্দিন, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,, মুক্তিযোদ্দা হাবিবুর রহমান প্রমূখ।এছাড়াও জনপ্রতিনিধিগন,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পি আই ও এ কে এম শাহা আলম মোল্লা।

এসময় উপজেলার সোনামুখি ইউনিয়নে২৪, চালিতাডাংগা ইউনিয়নে২৭ কাজিপুর সদর ০৩ এবং গান্ধাইলে০১ সহ মোট ৫৫ টি ঘরের চাবি এবং দলিল প্রদান করা হয়।আগে ৩৫ টি ঘর দেওয়া হয়েছে।

উল্লেখ যে দেশে ভূমিহীন ও গৃহহীন অসহায় মানুষদের মধ্যে যাদের ভূমি নেই তাদের সরকারের খাস জমি থেকে দুই শতাংশ ভিটে এবং ঘর দিচ্ছে সরকার। প্রতিটি ঘর দুই কক্ষ বিশিষ্ট। এতে দুটি রুম ছাড়াও সামনে একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর এবং একটি খোলা জায়গা থাকবে। আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য হলো- ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণপ্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা এবং আয় বাড়ে এমন কার্যক্রম সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণ।

Development by: webnewsdesign.com