সিরাজগঞ্জের কাজিপুর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে বাই সাইকেল চোর চক্রের ০১ হোতা কে গ্রেফতার কে করেছে কাজিপুর থানা পুলিশ। আটকৃত হলো উপজেলার পশ্চিম বেতগাড়ী গ্রামের মৃত শাহা আলীর পুত্র মোঃ সোহেল রানা ( ২২) ।
২৩/১১/২২ তারিখে রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের অন্তর্গত পশ্চিম বেতগাড়ী এলাকার অভিযান চালিয়ে পশ্চিম বেতগাড়ী আসামি সোহেল রানার নিজ বাড়ি থেকে বাই সাইকেল চোর চক্রের হোতা মোঃ সোহেল কে গ্রেফতার করে।
এ সময় তার দেওয়া তথ্য মতে বিভিন্ন জায়গায় তার চুরি করা বাই সাইকেল ০৫ টি( পাঁচ) (বিক্রিরত) বাই সাইকেলগুলো অভিযান চালিয়ে উদ্ধার করে ।
কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, গ্রেফতারকৃত আসামি সোহেল রানা একজন চাকরিচ্যুত গ্রাম্য পুলিশ সদস্য। দুর্নীতি ও নানা অপকর্মের ঘটনায় চাকরি চ্যুত হয়ে চুরিসহ ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তার বিরুদ্ধে মাদক মামলা ও রয়েছে। প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে গোপনে বাইসাইকেল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করত।
Development by: webnewsdesign.com