কাজিপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

শনিবার, ০১ মে ২০২১ | ৬:৩২ অপরাহ্ণ

কাজিপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ
apps

সিরাজগঞ্জের কাজিপুরে প্রধান মন্ত্রীর এাণ ও কল্যাণ তহবিল হতে করোনায় ক্ষতিগ্রস্থ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ২০০ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার স্বরুপ পুষ্টি সমৃদ্ধ খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১লা মে শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তথা রবিদাস সম্প্রদায়,বাদকদল,মুচি,কামার,নাপিত,জেলে,চারাল ওহিজড়াদের মাঝে বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) এ বি এম আরিফুল ইসলাম । এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু পিআইও একেএম শাহ আলম মোল্লা ওসমাজ সেবা অফিসার আলাউদ্দিন । খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তৈল, লবন,চিনি ও সেমাই।

দৈনিক বাংলাদেশ মিডিয়া/এসআরসি-০১

Development by: webnewsdesign.com