সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের নাটুয়ারপাড়ায় যমুনা নদীতে নৌদুর্ঘটনায় আব্দুর রাজ্জাক নামের ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ১৯ সেপ্টেম্বর সকালে নাটুয়ারপাড়া হাট চলাকালীন সময়ে নৌঘাট এলাকায় নিয়ন্ত্রণহীন দুই নৌকার সংঘর্ষের চাঁপায় ১জন নিহত ও অন্তত ১০ ব্যক্তি আহত হয়, এদের মধ্যে ১জনের অবস্থা আশঙ্কাজনক। কাজিপুর থানার নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ গৌতম চন্দ্র মালী নিশ্চিত করে জানায়, নিহত আব্দুর রাজ্জাক (৩৮) চরাঞ্চলের মনসুর নগর ইউনিয়নের চর-শালদহ গ্রামের মৃত- কছের আলী শেখের পুত্র।
নিহতের স্বজনরা জানায়, যে তার ০৪টি কন্যা এবং সদ্য একটি পুত্র সন্তান হয়েছে। এই সন্তানের আকিকা করার জন্য গরু কিনতে তিনি নাটুয়ারপাড়া হাটে যান। যাওয়ার পথে হাটের মধ্যে মুখোমুখি দুটি নৌকার সংঘর্ষে তিনি নিহত হন। এ ঘটনায় নৌকা চালকের নাম এখনও জানা যায় নি। ঘটনার প্রত্যক্ষ সাক্ষীরা জানায় নৌকা চালক ঘটনার ঘটা মাত্র পালিয়ে যায়।
Development by: webnewsdesign.com