সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশগ্রহণেনিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (অতিরিক্ত সচিব) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আব্দুল কাইউম সরকার। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্ব নারী লিডার, তিনি বর্তমানকে নিয়ে চিন্তা করেন না, এক বছর দুই বছর পঞ্চাশ বছর পরে কি হবে, সেই বিষয়ে চিন্তা ভাবনা করেন। উনার নেতৃত্বে ইতিমধ্যে দারিদ্র্য দেশ থেকে উন্নয়নশীল দেশে উপনিত হয়েছি।
এখন আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে উপনিত হওয়া। সেই লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রচূর মেধার সন্নিবেশ ঘটাতে হবে, তার জন্য দরকার নিরাপদ খাদ্য। ৬টি খাদ্য উপাদান নিরাপদ না হলে, সঠিক স্বাস্থ্যবান মেধা সম্পন্ন জাতি গঠন হবেনা। ভেজাল ও দূষণমুক্ত বিশুদ্ধ স্বাস্থ সম্মত খাদ্যই নিরাপদ খাদ্য। অনুষ্ঠানে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের আলোকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রধান অতিথির একান্ত সচিব, অভিরূপ সাহা, সঞ্চালনা করেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া আক্তার চৌধুরী ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু এবং মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা, মাইজবাড়ী ইউপি চেয়ারম্যান শওকত হোসেন, কাজিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সোবহান চান, পৌর কাউন্সিলর আবু বকর সিদ্দিক প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ। নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন এবং ভোক্তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্য জনপ্রতিনিধিদের সোচ্চার ও ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
Development by: webnewsdesign.com