কাজিপুরে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা ও নারী সমাবেশ

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ | ৬:১১ অপরাহ্ণ

কাজিপুরে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা ও নারী সমাবেশ
apps

শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশ গ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে কাজিপুর সরকারি ডিগ্রি কলেজে (সোনামুখি) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী, নিরাপদ খাদ্য অফিসার এবং মোঃ এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমান। অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মতিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ রিপন কুমার সাহা ও স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম (রন্টি)।

এ সময় উপস্থিত ছিলেন কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার প্রতিনিধি অত্র প্রতিষ্ঠানের প্রভাষক একরামুল হকসহ কলেজ এর সহকারী অধ্যাপকবৃন্দ, প্রভাষকসহ ২০০ শত শিক্ষার্থী।

Development by: webnewsdesign.com