কাজিপুরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং

বুধবার, ০৫ মার্চ ২০২৫ | ১০:৫৫ পূর্বাহ্ণ

কাজিপুরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং
apps

সিরাজগঞ্জের কাজিপুরে মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় মাত্রায় রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে কাজিপুর উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার সোনামুখী বাজারে এ অভিযান পরিচালনা করে জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেওয়ান আকরামুল হক।

এসময় মূল্যতালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ১ জন মসলা ব্যবসায়ীকে ৩০০ টাকা ও দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী সবজি বাজারের ১ জনকে ৫০০ ও ৪ জনকে ২০০ টাকা ও জরিমানা করা হয়েছে।জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাজিপুর উপজেলা প্রশাসন।

Development by: webnewsdesign.com