কাজিপুরে নিত্যপণ্যের দাম বৃদ্ধিপাওয়ার অজুহাতে ইজিবাইকের মালিক ও চালকরা হটাৎ করে ইজিবাইকের ভাড়া বৃদ্ধি করেছে। গত কয়েক দিন ধরে তারা বেশী ভাড়া নিতে দেখা গেছে। ৪/৩/২২ তারিখে সরোজমিনে গিয়ে দেখা যায় কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই বাজার থেকে আলমপুর চৌরাস্তা পর্যন্ত ১০ টাকা, আলমপুর চৌরাস্তা থেকে মাথাইলচাপড় ১০ টাকা, আলমপুর চৌরাস্তা থেকে সোনামুখি পর্যন্ত ২০-২৫ টাকা ভাড়া নিতে দেখা যায়।
আগে মাথাইল চাপড় – আলমপুর চৌরাস্তা ভাড়া ছিল ৫ টাকা, আর এখন দিতে হচ্ছে ১০ টাকা। অথচ আলমপুর গ্রামের সীমানায় নামলে ৫ টাকা নিচ্ছে। আগে আলমপুর চৌরাস্তা – সোনামুখী ভাড়া ছিল ১৫ টাকা, আগে আলমপুর চৌরাস্তা – মেঘাই ছিল ৫ টাকা আর এখন নেওয়া হচ্ছে ১০ টাকা ভাড়া।
ভাড়া বৃদ্ধির বিষয়ে প্রশ্ন করলে কাজিপুর সদর ইউনিয়ন মেঘাই ইজিবাইক সমিতির সভাপতি আব্দুল বারিক বলেন চালের দাম বৃদ্ধি,ডিজেলের দাম বৃদ্ধি, গাড়ীর দাম বেশী, পার্টসের দাম বেশি ও মেরামত খরচ বেশী হওয়ার ভাড়া বেশি নিতে হচ্ছে। সাধারণ সম্পাদক শুক্কুর আলী বলেন নিত্য পণ্যের বাজার বেড়ে যাওয়ার ভাড়া বাড়ানো ছাড়া উপায় নাই। ইজিবাইক চালক বরইতলী গ্রামের মালেক বলেন নিত্য পণ্যের দাম বেশি হওয়ার ভাড়া বেশি বেড়েছে। কাজিপুর পৌর এলাকার ইজিবাইক সমিতির সভাপতি বাবু,সাধারণ সম্পাদক মজনু, চালক বিপ্লব ও ভাড়া বৃদ্ধি ব্যাপারে একই কথা বলেন।এ দিকে বিনা ঘোষণায় ভাড়া বৃদ্ধির কারনে প্রায়শই ঝগড়া হচ্ছে অটো চালক, সাধারন জনগন ও ছাত্র-ছাত্রীদের সাথে।আজকে ও মাথাইলচাপড় হাটখোলা ও সোনামুখি বাজার ভাড়া বৃদ্ধি কে কেন্দ্র করে যাত্রী ও চালকের মাঝে ঝগড়াঝাটি লাগে। এছাড়া ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ও কম নেওয়া হচ্ছে না ভাড়া। মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শুভ জানান আমি বৃৃৃহস্পতিবার আলমপুর চৌরাস্তা থেকে মেঘাই নতুন বাজার পর্যন্ত ১০ টাকা ভাড়া নিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, বিষয়টি জানার সাথে সাথে সংগঠনের নেতৃবৃন্দেকে ডেকে এনে কথা বলেছি।অচিরে সমাধান হবে। কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃশফিকুল ইসলাম বলেন, চালের দাম বৃদ্ধি,ডিজেলের দাম বৃদ্ধি, যার জন্য ভাড়া বৃদ্ধি,সয়াবিন তেলের দাম বৃদ্ধি কারনে ভাড়া বৃদ্ধি বিষয়টি সংগতিপূর্ণ হতে পারে না।যাত্রীদের সুবিধা – অসুবিধা বিষয়টি ভাবতে হবে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিষয়টি নিশ্চিত করা জরুরি।