কাজিপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২ | ৫:১৭ অপরাহ্ণ

কাজিপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
কাজিপুরে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
apps

নানা আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা আঃলীগ। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ , সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তিবর্গ এবং কাজিপুর প্রেসক্লাব।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এবং সভাপতিত্ব করেন ইউএনও সুখময় সরকার। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন। আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম, কাজিপুর প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সোবহান চান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) প্রমূখ। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা এবং বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

দিবসউপলক্ষে স্বাধীনতা স্কয়ারে শ্রদ্ধা নিবেদন শেষে আঃলীগের দলীয় কার্যালয়ে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দীন মাস্টারের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, তিনি বলেন, স্বাধীনতা বিপক্ষে যারা ছিল, সেই সকল দোসরদের সহায়তায় বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের প্রেত্বারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত থেকে আওয়ামী লীগের মেধাবী নেতা নেত্রীদের বিভিন্ন সময়ে হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনাকে ২১ শে আগষ্ট গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা চালায়। আমাদের সজাগ ও সতর্ক থাকতে হবে, আর যেন ওরা মাথাচাড়া দিতে না পারে।

যুগ্ন সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বিপ্লব, প্রচার সম্পাদক শওকত আকবর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েতুল ইসলাম শাওন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ মতিন মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি, কাজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও তাছির উদ্দীন তাছু, উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক বকুল হোসেন সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Development by: webnewsdesign.com