কাজিপুরে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন

সোমবার, ০২ অক্টোবর ২০২৩ | ৬:২৪ অপরাহ্ণ

কাজিপুরে নানা আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন
apps

“স্মার্ট বাংলাদেশ নির্মাণে উৎপাদনশীলতা” এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। ২ রা অক্টোবর সোমবার সকালে কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দিবস উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। প্রধান অতিথি ছিলেন সাংসদ তানভীর শাকিল জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু , মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন , সহকারি কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার,বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা, শিক্ষা অফিসার হাবিবুর রহমান,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আব্দুল মজিদ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Development by: webnewsdesign.com