কাজিপুরে দুনীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোমবার, ২০ মে ২০২৪ | ৮:২১ অপরাহ্ণ

কাজিপুরে দুনীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাজিপুরে দুনীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
apps

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’-এই প্রতিপাদ্য নিয়ে গণসচেতনতা ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজিপুরে মতবিনিময় সভা ও দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।২০ মে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাজিপুর সিরাজগঞ্জ এর আয়োজনে ‘ ১০.০০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ উপজেলা দুর্নীতি প্রতিরোধকমিটির সহসভাপতি আলহাজ্ব ফজলুল হক ,সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম, আর ডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম কুমার শাহা, গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি শানজিদা মুস্তারী , বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সুশীল সমাজের এক অংশ ,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি নুরুল ইসলাম মাস্টার সহ অনাান্য সদস্য বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ,মুক্তিযোদ্ধাগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।উক্ত সভায় দুর্নীতির ভয়াবহ দিক তুলে ধরার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে সুশীল সমাজসহ প্রত্যেক নাগরিকের করণীয় সম্পর্কে আলোকপাত করা হয় এবং শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে নানা পরামর্শ প্রদান করা হয় ।এছাড়া উপজেলা পরিষদ আদর্শ একাডেমিতে ১৮ টি প্রতিষ্ঠানের ৪২ জন শিক্ষার্থীর অংশ গ্রহনে দুর্নীতি বিরোধী রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, মহিলা বিষয়ক অফিসার চিত্রা রানী সাহা ও উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ।

Development by: webnewsdesign.com