কাজিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | ৮:২১ অপরাহ্ণ

কাজিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
apps

সিরাজগঞ্জের কাজিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে জীবন (২০) নামে এক কলেজছাত্র এবং সোহেল রানা(৪০) নামের এক ভেন্ডারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কাজিপুর – সিরাজগঞ্জ রোডে বরইতলী বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জীবন উপজেলার আলমপুর পূর্বপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ও কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের শিক্ষার্থী। আর সোহেল রানা মেঘাই গ্রামের মরহুম মোকতাল ভেন্ডারের পুত্র। আহত হয়েছেন আলমপুর এলাকার রেজাউল করিম (৪৫)।

কাজিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম জানান, বিকেলে জীবন নামের ছেলেটি প্রাইভেট পড়তে যাওয়ার জন্য তার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। পরে বরইতলী বাসস্ট্যান্ড বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জীবন ও বগুড়া হাসপাতালে সোহেল রানা মারা যান। আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় এবং জীবেনর লাশ পরিবারের নিকটে প্রদান করা হয়েছে। সােহেল রানার মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে এখনো আসেনি।

Development by: webnewsdesign.com