সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার।” এই শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে (তিন) দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উন্নয়ন মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগ উন্নয়ন মেলা-২০২৩ শুভ উদ্বোধন ঘোষণা করেন সিরাজগঞ্জ -১ কাজিপুর সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়। এ মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন, স্থানীয় সরকার জনস্বার্থে বহুবিধ গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনা করে থাকে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমেনা পারভিন পারুল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, চালিতাডাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, মাইজবাড়ি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেনপ্রমূখ। সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা।
এ সময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ, উদ্যোক্তা, উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধানগণ সহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উন্নয়ন মেলার কর্মসূচীতে অংশগ্রহন করেন।মেলায় থাকছে বিভিন্ন ধরনের আয়োজন। ১৮/০৯/২৩ উপজেলা পরিষদ চত্বরে মেলা চলাকালীন সময়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড উপস্থাপন, তাৎক্ষনিক সেবা প্রদান। প্রীতি ফুটবল খেলা। ১৯/০৯/২৩সরকারের উন্নয়ন কর্মকান্ড উপস্থাপন, তাৎক্ষনিক সেবা প্রদান।
বিকাল ৩ ঘটিকায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। উল্লেখ যে, দেশে প্রথমবারের মতো উদযাপিত হচ্ছে জাতীয় স্থানীয় সরকার দিবস। জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে।
Development by: webnewsdesign.com