কাজিপুরে  ডেভেলপমেন্ট এর প্রশিক্ষণ সমাপণীদের মাঝে সনদ বিতরণ

শনিবার, ০৫ মার্চ ২০২২ | ৫:৫৩ অপরাহ্ণ

কাজিপুরে  ডেভেলপমেন্ট এর প্রশিক্ষণ সমাপণীদের মাঝে সনদ বিতরণ
apps

সিরাজগঞ্জের কাজিপুরে বেসিক ট্রেনিং অফ মোবাইল অ্যাপস এন্ড গেম ডেভেলপমেন্ট সংক্রান্ত প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) অনুষ্ঠানের সমাপনী উপলক্ষে কাজিপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুরের কৃতি সন্তান অত্র প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) (আইসিটি বিভাগ) মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বর্তমান সময় প্রযুক্তির ঘেরাটোপে আবর্তিত। এখানে টিকে থাকতে হলে প্রযুক্তির নানামুখী জ্ঞানের কোন বিকল্প নেই। কাজিপুরের শিক্ষার্থীরা আজ যে প্রশিক্ষণ গ্রহন করেছে এটি চর্চা করলে তাদের সমৃদ্ধ জ্ঞান দেশের যেমন সম্পদ তেমনি তাদের জীবনের মোড়ও ঘুরিয়ে দেবে। নিজেরা স্বাবলম্বী হবার পাশাপাশি জাতিকেও তারা সমৃদ্ধ করবে। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম, অত্র প্রকল্পের প্রোগ্রামার মোস্তফা নুরনবি শাকিল, মনসুর আলী কলেজের সহকারী অধ্যাপক আহসান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন এ্যারিনা ফোন বিডিলিঃব্যবস্থাপনা পরিচালক ফজলে রাব্বি, প্রকল্প ম্যানেজার আতিকুর রহমান টিটু। উল্লেখ যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নাধীন ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন শীর্ষক’ প্রকল্পের আওতায় কাজিপুর সরকারী মনসুর আলী কলেজে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ৫০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে কলেজও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৬৫ জন শিক্ষার্থী অংশ নেন।
পরে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অতিথি বৃন্দ সনদপত্র বিতরণ করেন।

Development by: webnewsdesign.com