সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।২৯ জানুয়ারি কাজিপুর মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতির কেন্দ্রে মেঘাই এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন,কাজিপুরের ফিল্ডসুপারভাইজার,এস এম ফেরদৌস আলম। প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক আলমপুর মাদ্রাসা, নাটুয়ারপাড়া মাদ্রাসা, হাজী জহির উদ্দিন তরফদার মাদ্রাসার শিক্ষক মন্ডলী। অনুষ্ঠানে সহযোগিতা করেন মোঃ ইলিয়াস, ইউসুফ ও আলী আকবর মডেল কেয়ারটেকার ইফাঃ কাজিপুর।পরে অতিথি বৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Development by: webnewsdesign.com