কাজিপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোমবার, ০৩ মার্চ ২০২৫ | ১০:৪৭ পূর্বাহ্ণ

কাজিপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
apps

“তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্যে কে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুরে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২ রা মার্চ কাজিপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রবিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি শিক্ষক, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।পরে

উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক এর সভাপতিত্বে- পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগতিক বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোছাঃ আয়শা সিদ্দিকা । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী একে এম হেদায়েত উল্লাহ, উদগাড়ি ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ উদ্দিন, এনজিও প্রতিনিধি ব্রাকের ম্যানেজার রইচ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম, মেঘাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন হোসেন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের এক অংশ ও নানা পেশাজীবি মানুষ।

সভায় সভাপতি ও নির্বাহী অফিসার বলেন, স্বাধীন বাংলাদেশ -প্রত্যেককে প্রাপ্ত ভোটার হওয়া এবং জাতীয় থেকে স্থানীয় পর্যায়ে ভোট প্রদান করার রাষ্ট্রীয় নাগরিক অধিকার রয়েছে।

তাই যথাযথ উপযুক্ত ব্যক্তিদের নির্ভুল ভোটার হওয়ার আহবান জানান।উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) আয়শা সিদ্দিকা জানান, কাজিপুর উপজেলায় চূড়ান্ত ভোটার সংখ্যা মোট ২৩৮৬৬৬, এর মধ্যে পুরুষ ভোটার ১১৬৫৫৪, মহিলা ভোটার ১২২১১১ এবং হিজড়া ভোটার ১ জন।

Development by: webnewsdesign.com