মজবুত হলে পুষ্টির ভিত,স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই শ্লোগান কে নিয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা স্বাস্থ্যবিভাগ ৭ জুন থেকে ১৩ জুন/২৩ সাতদিনব্যাপী বিভিন্ন কর্মসূচি বা কর্ম পরিকল্পনা গ্রহণের লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে জাতীয় পুষ্টি সপ্তাহ/২৩ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৭ জুন বুধবার দুপুরে এ উপলক্ষে উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার এর সভাপতিত্বে এবং উপজেলা পুষ্টি কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ অফিসার ডাঃ মোমেনা পারভীন পারুল , জাতীয় পুষ্টি বিষয়ে, মানব কূলকে পুষ্টি জ্ঞান ও জনসচেতনতা মূলক বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন।কমিটির উপদেষ্টা সদস্য প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
তিনি বলেন, পুষ্টি গুণ সমৃদ্ধ খাবার, কখন, কিভাবে খাওয়ানোর ফলে, পরিপূর্ণ সুফল আসবে, সেই জন্য, ব্যাপকভাবে প্রচার ও জনসচেতনতা সৃষ্টি করতে হবে।একটি জাতি গঠনের জন্য পুষ্টির কোন বিকল্প নাই। এজন্য আমরা খাদ্য গ্রহনের সময় খাদ্যের পুষ্টিমান এর দিকেও লক্ষ্য রাখবো। নিজেও এবিষয়টি জানবো এবং অন্যদেরকেও জানানোর চেষ্টা করবো।স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার জাকারিয়া খান আরিফ,উপজেলা সমাজ সেবা অফিসার আলাউদ্দিন,উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান প্রাণী সম্পদ অফিসের ভেটেইনারি সার্জন ডাঃ মাহমুদুল হাসান, নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান চান।
এ সময় উপস্থিত ছিলেন শুভগাছা ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন সহ ডাক্তার, নার্স, স্বাস্থ্য সহকারীসহ সরকারি ,বেসরকারী সংস্থার প্রতিনিধি শিক্ষকমন্ডলী, সুশীল সমাজের প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও সুধিবৃন্দ অংশগ্রহণ করে। উক্ত সভায় জাতীয় পুষ্টি সপ্তাহউপলক্ষে সাত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণসহ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।
Development by: webnewsdesign.com