সিরাজগন্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১৬ নভেম্বর দুপুরে উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ি ইউনিয়নের গোদারবাগ বাজার থেকে পীরগাছা বাজার পর্যন্ত ১৭.৫০ মিটার রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এ সময় তিনি বলেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে।উন্নয়নের সেবা মানুষের দোড় গোড়ায় পৌঁছে দিতে চর এলাকায় বিদ্যুৎ সংযোগ, যাতায়াতের সুবিধা জন্য রাস্তাঘাট,কালভার্ট সহ বিভিন্ন উন্নয়ন মুলুক কাজ চলমান আছে ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একে এম শাহা আলম মোল্লা, উপসহকারী প্রকৌশলী এস এম আবু মোতালেব, জাইকার প্রকল্পের প্রকৌশলী সরোয়ার জাহান, খাসরাজবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান জহুরুল ইসলাম,ইউনিয়ন আঃলীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, উপজেলা ছাত্র লীগের প্রচার সম্পাদক মোঃ বকুল সহ এলাকায় গন্যমাণ্য ব্যক্তিবর্গ। জাইকার অর্থায়নে ৮ লক্ষ টাকার অধিক ব্যায়ে ১৭.৫০ মিটার রাস্তা নির্মিত হচ্ছে যা অত্র ইউনিয়নের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে বলে জানিয়েছেন এলাকার স্থানীয় জনগন।
Development by: webnewsdesign.com