কাজিপুরে  গর্ভবতী মহিলাদের  সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

বুধবার, ০৯ মার্চ ২০২২ | ৭:৫০ অপরাহ্ণ

কাজিপুরে  গর্ভবতী মহিলাদের  সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত 
apps
কাজিপুরে প্রাতিষ্ঠানিক প্রসবসেবা বৃদ্ধি  করার লক্ষ্যে গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ববতী এবং প্রসবোত্তর  সেবা বিষয়ে জনসচেতনতাসৃষ্টি করার লক্ষ্যে দুই দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৮-৯ মার্চ কাজিপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের  বাস্তবায়নে জাইকার অর্থায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে  উক্ত  প্রশিক্ষণে ৬০ জন গর্ভবতী মহিলা অংশ নেয় । দুইদিন ব্যাপি এই কর্মশালায় প্রশিক্ষক   হিসাবে  পরিবার পরিকল্পনা সিরাজগঞ্জের উপপরিচালক   মোঃআব্দুল্লাহেল বাকী প্রশিক্ষণ প্রদানকরেন। কাজিপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ ভৌমিকের সঞ্চলনায় এই কর্মশালায় সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন  কাজিপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিক্যাল অফিসার(এম সি এইচ এফ পি) ডাঃ পাভেজ সেখ, মেডিক্যাল অফিসার(এম সি এইচ এফ পি) ডাঃচিত্রা ঘোষএবং জাইকা প্রকল্পের উপজেলা  ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটরপরিচালন ও উন্নয়ন মোঃ আব্দুল্লাহ।

Development by: webnewsdesign.com