কাজিপুর ইতিহাসে প্রথমবারের মত উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের সমণ্বয়ে গরু চুরি ও অন্যান্য চুরি প্রতিরোধে করণীয় শীর্ষক খামারিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৪ মে শনিবার দুপুরে কাজিপুর থানা কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, থানা অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল মজিদ মন্ডল, কাজিপুর ডেইরি এন্ড মিল্ক ফ্যাটেনিং এসোসিয়েশন এর সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুনর রশীদ। এ সময় বক্তারা
গরু চুরি প্রতিরোধে করনীয় নির্ধারনে নানা পদক্ষেপ গ্রহণ ও পরামর্শ দেন। যেমন
খামারের চারপাশে আলোর ব্যবস্থা করা
গরুর গলায় ঘুন্টি পড়ানো. খামারে লেবার রুম(শ্রমিক থাকতে পারে) ব্যবস্থা করা।
খামারে সিসিটিভি ব্যবস্থা করা।
খামার গেট লক ( মিউজিক তালা) ব্যবহার করা।
বাড়ির গেট লক করা (মিউজিক তালা)
কুকুর মত প্রভুভক্ত প্রাণিও রাখা যেতে পারে। গ্রাম পুলিশ, পুলিশ প্রশাসন ও খামারির সমণ্বয়ে ডিফেন্স টিম তৈরি করা।
অফিসার্স ইনচার্জ যোগাযোগপূর্বক ডিউটি অফিসার নাম্বার সংগ্রহ করে রাখা।
কাজিপুর ডিউটি অফিসারের নাম্বার- ০১৩২০১২৯৭২৫. চরাঞ্চল এলাকায় নদীতে নৌ পুলিশ টহল জোরদার করা।কাজিপুর উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান জানান,
“কাজিপুর উপজেলায় কুরবানির জন্য প্রস্ততকৃত প্রায় ১.৭ হাজার কোটি টাকার গবাদিপশু রক্ষার্থে বাংলাদেশ পুলিশ যে উদ্যোগ নিয়েছে এজন্য প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে কাজিপুর থানাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচছা জানাচ্ছি।”অনুষ্ঠানে অংশ নেয় কাজিপুর উপজেলার সকল খামারিগন।
Development by: webnewsdesign.com