সিরাজগঞ্জের কাজিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা কৃষি অফিসের চত্বরে ১২টি ইউনিয়ন ও পৌরসভার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এ মৌসুমে রোপাআমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বীজ ও সার বিতরণ করা হয়।
২০২০-২০২১ অর্থ বছরে রোপা আমন ধানের হাইব্রীড ও উপসি জাতের প্রনোদনা প্রদানের জন্য উপজেলা কৃসি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রেজাউল করিম, উপজেলা ভাইসচেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু। কৃষি সম্প্রসারন কর্মকর্তা শুভজিদ রায়,ফয়সাল আহমেদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন।
এ কর্মসুচির আওতায় ৩২০ জন কৃষক কে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ড্যাপ সার ও ১০ কেজি এমপি সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার জানান পর্যায়ক্রমে উপজেলার লক্ষিত সকল কৃষককেএ প্রণোদনা দেওয়া হবে।
Development by: webnewsdesign.com