কাজিপুরে করোনা শনাক্তের হার ৫৬ ছাড়ালো

সোমবার, ২৮ জুন ২০২১ | ৬:১৩ অপরাহ্ণ

কাজিপুরে করোনা শনাক্তের হার ৫৬ ছাড়ালো
apps

সিরাজগঞ্জের কাজিপুরে করোনা শনাক্তের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ২৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন শনাক্ত হওয়ায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫৬.৫২ শতাংশে।

সোমবার (২৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পবিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন পারুল।

তিনি জানান, “কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত রোববার কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রোসেস সার্ভারে কর্মরত এক জনের মৃত্যু হয়েছে। ক্রমশ শনাক্তের হার বৃদ্ধি পাচ্ছে। যাদের ঠাণ্ডা জ্বর রয়েছে তারা নিয়মিত নমুনা পরীক্ষা করালে এই শনাক্তের হার আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে।”

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, “জনগণকে সচেতন হতে হবে। জন সমাগম এড়িয়ে চলতে হবে। সরকারী নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।” িসর্বশেষ তথ্যানুযায়ী কাজিপুরে ৫১ জন করোনা আক্রান্ত হয়েছে।

Development by: webnewsdesign.com