আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি, দাখিল এবং এসএসসি ভোকেশনাল পরীক্ষা-২০২৫ সুষ্ঠু এবং সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে কাজিপুরে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
মঙ্গলবার ৮ এপ্রিল বিকেলে উপজেলার মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, আর ডি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি দেওয়ান আকরামুল হক।
এ সময় ইউএনও দেওয়ান আকরামুল হক বলেন, এবারের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ নকলমুক্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে থাকবে অতিরিক্ত আইনশৃঙ্খলা ব্যবস্থাসহ সার্বিক ব্যবস্থা। সরকারি প্রজ্ঞাপন ও জেলা প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন এবং কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন ।এ সময় মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সচিব মোতাহার হোসেনসহ অন্যান্য কেন্দ্র সচিব ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com