চলতি বছরের এসএসসি/দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১০এপ্রিল থেকে। প্রচলিতভাবে সকাল ১০টায় পাবলিক পরীক্ষা শুরু হবে। এবারের এসএসসি ও সমমানে প্রতিটি বিষয়ে পুরো সিলেবাসে পূর্ন নম্বরে পরীক্ষা হবে। কাজিপুর মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় কাজিপুরে ৫০১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এদের মধ্যে সাধারণ বোর্ডের অধীনে ৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৪০৮১ জন শিক্ষার্থী।এর মধ্যে ছাত্র ২১৭৩, ছাত্রী ১৯০৮ জন। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১টি কেন্দ্রে অংশ দিচ্ছে ২৮১ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৬১, ছাত্রী ১২০ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষা দিচ্ছে ৬৫৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৬২, ছাত্রী ১৯১ জন।
সাধারণ বোর্ডের অধীনে ৭টি কেন্দ্রে কাজিপুর আর ডি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯৯৯ জন, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬১৮ জন, কাজিপুর এ এম ইউ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৭৩জন, নাটুয়াপাড়া কে বি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৮৫ জন, খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয় ৫২৯ জন, চরগিরিস ইউনিয়ন এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৮৭জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশ নিচ্ছে । আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ১টি কেন্দ্রে চরসিংড়াবাড়ি-সিংড়াবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৮১ জন দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। কারিগরি শিক্ষা বোর্ডর অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৪টি কেন্দ্রে; মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৬১ জন, কাজিপুর থানা সদর বি এম কলেজ কেন্দ্রে ১৫০ জন, মুক্তিযোদ্ধা কারিগরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩৪ জন এবং আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইন্সটিটিউট কেন্দ্রে ২০৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে । গতবারের তুলনায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি দেওয়ান আকরামুল হক।
এ সময় ইউএনও দেওয়ান আকরামুল হক বলেন, এবারের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ নকল মুক্ত সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে থাকবে অতিরিক্ত আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থা। সরকারি প্রজ্ঞাপন ও জেলা প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করেন এবং কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেছেন।
আরোও পড়ুন: বৃষ্টিতে বিদ্যুৎ বিভ্রাট, মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা
Development by: webnewsdesign.com